আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপরের রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুণ-উর-রশীদ মোল্লার ২০তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে তার কবরে শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলার টেকেরহাট বন্দরের শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আল আমিন মোল্ল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন মুন্সী ও পৌর আওয়ামীলীগ সভাপতি (একাংশ) গোপা শারমিন সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রমুখ।