মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
শিবচরঃ মাদারীপুরের শিবচরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ি ডাকাতি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত অন্যতম আসামী পূর্ববাংলা সর্বহারা পার্টির আ লিক নেতা তোবারক শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে শনিবার মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, ২০০০ সালে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে ডাকাতি করে অস্ত্র লুট করে পালিয়ে যায় পূর্ববাংলা সর্বহারা দলের সক্রিয় সদস্যরা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করে। গোপন সংবাদের ভিত্তিতে নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি হরিদাস রায় এর নের্তৃত্বে পুলিশের একটি দল শুক্রবার বিকেলে নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকার দূর্গম একটি চরে অভিযান চালিয়ে পুলিশ ফাঁড়ি ডাকাতি মামলায় ১২ বছর সাজাপ্রাপ্ত অন্যতম আসামী পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা তোবারক শিকদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তোবারক শিকদার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের বেলায়েত শিকদারের ছেলে। তার নামে শিবচরসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, গ্রেফতারকৃত তোবারক শিকদারের নামে শিবচরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।