বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
ফেরদাউস হোসেন: মাদারীপুরের রাজৈরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ রাজৈর এর পক্ষ থেকে আয়োজিত হলো ‘রাজৈর অলিম্পিয়াড ২০২৪’।
আজ শুক্রবার সরকারি রাজৈর গোপালগঞ্জ কে.জে.এস. পাইলট মডেল ইনস্টিটিউশন এন্ড কলেজ এর মিলনায়তনে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়। রাজৈর উপজেলার বিভিন্ন স্কুলের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জনাব মোঃ সাইফুল ইসলাম, রাজৈর পৌরসভা মেয়র জনাব নাজমা রশিদ, সরকারি রাজৈর গোপালগঞ্জ কে.জে.এস. পাইলট মডেল ইনস্টিটিউশন এন্ড কলেজ এর অধ্যক্ষ অলিক কুমার ধর ও সহকারী অধ্যক্ষ সমর কুমার ভৌমিক, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ রাজৈর এর উপদেষ্টা শেখ ফজলে রাব্বি। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল শেখ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাগর ফকির ও সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনভি মোশাররফ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল করিম(প্রান্ত)। উক্ত অনুষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে সেরা ১৫ জন শিক্ষার্থীকে নগদ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। রাজৈর অলিম্পিয়াড ২০২৪ এর সেরা তিনজন হলেন, সরকারি রাজৈর গোপালগঞ্জ কে.জে.এস পাইলট মডেল ইনঃ এন্ড কলেজ এর শিক্ষার্থী অর্পণ রয় (১ম) ও রিফাহ তাসনিয়া (২য়) এবং রাজৈর গার্লস হাইস্কুল এর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মিম (৩য়)।