সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
শিবচরে মানব পাচার মামলার আসামীর বাড়ি থেকে চারটি ককটেল, গুলি ও ইয়াবা উদ্ধার চকলেটের লোভ দেখিয়ে শিবচরে ৫ বছরের শিশুকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ঈদে পটকা বাজি ফাটানোতে বাধা দেওয়ার জেরে দুই গ্রামের সংঘর্ষ, দুই ওসি সহ আহত ২৫ শিবচরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ প্রতিশোধ নিতে স্বাক্ষীদের বিরুদ্ধে ধর্ষণ মামলার আবেদন: একাধিক মানবপাচার মামলার আসামি পারভীন গ্রেপ্তার সম্পদ লুন্ঠনকারীদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করা হবে : হেলেন জেরিন ভিক্ষুকদের নিয়ে আরটি এইড ফাউন্ডেশনের ইফতার লিবিয়ায় দালালচক্রের নির্যাতনের শিকার হয়ে শিবচরের ১ যুবকের মৃত্যু শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু শিক্ষকের খামার থেকে গরু চুরি করে পালানোর সময় ৩ চোর গ্রেপ্তার
রাজৈরে প্রতিপক্ষের দেওয়া আগুনে ভ্যানচালকের ঘর পুড়ে ছাই

রাজৈরে প্রতিপক্ষের দেওয়া আগুনে ভ্যানচালকের ঘর পুড়ে ছাই

0

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈরঃমাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে ফজল লস্কর(৭০) নামে এক ভ্যান চালকের বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ মোস্তফা শেখ (৭০) ও মোহাম্মদ আলী শেখ(৪৮) সহ তাদের লোকজন ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ অগ্নিকান্ডে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফজল একই গ্রামের মৃত আমিন উদ্দিন লস্করের ছেলে।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে মোস্তফার কাছ থেকে স্ট্যাম্প দিয়ে ২০ লক্ষ টাকা ধার নেয় ভ্যান চালক ফজলের ভাই হান্নান লস্কর। পরে টাকা ফেরত দিতে দেরি হওয়ায় হান্নানের এক তলা বিল্ডিং দখল করে মোস্তফা ও তার ছেলে মোহাম্মদ আলী। এসময় ভাইয়ের সম্পদ রক্ষা করতে ফজল তাদের বাধা দিলে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ফজলসহ কয়েকজনের বিরুদ্ধে মাদারীপুর আদালতে টাকা ছিনতাই ও চাঁদাবাজির দুটি মিথ্যা মামলা দায়ের করে। পরে মোস্তফা ও মোহাম্মদ আলী তাদের লোকজন নিয়ে ওই ভ্যান চালকের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। এ অগ্নিকান্ডে নগদ টাকা, জমির দলিল ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

ভুক্তভোগী ভ্যান চালক ফজল শেখের পুত্রবধূ বাবলী বেগম জানান, আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে বাবার ঘরে আগুন ধরিয়ে দিয়ে মোস্তফা ও তার ছেলে মোহাম্মদ আলীসহ তাদের লোকজন পালিয়ে যায়। পরে টের পেয়ে ডাক-চিৎকার করলে আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায়। এসময় আমার ৫ ছেলে-মেয়েদের নিয়ে দরজা ভেঙে বের হই।

ফজল শেখের দুই ছেলে শাহীন লস্কর ও সোহেল লস্কর জানান, ঘরে কেউ না থাকার সুযোগে তারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করি।

এ ব্যাপারে অভিযোগ অস্বিকার করে মোস্তফা শেখ ও মোহাম্মদ আলী শেখ বলেন, আমরা এ ঘটনার কিছুই জানিনা। তবে এর আগে তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে। পরে আমরাও তাদের বিরুদ্ধে দুটি মামলা করেছি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হওলাদার আসাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক