শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
ডেভিল হান্ট: রাজৈরে ছাত্রলীগ ও যুবলীগ নেতা আটক নার্সকে ধর্ষণের অভিযোগে মাদারীপুরের শিবচরে ক্লিনিক মালিক গ্রেফতার রাজৈরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান,২কিমি পাইপ ধ্বংস,৫০ হাজার টাকা জরিমানা টেকেরহাটে এক ভুয়া ডাক্তারকে অর্থদণ্ড লিবিয়া-ইটালী গেম:ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে রাজৈরের আরও ২ যুবকের মৃত্যু,নিখোঁজ অনেকে স্মার্ট কার্ডের চক্করে টিসিবি পণ্য পাচ্ছেনা অসহায় পরিবার, দুর্ভোগে মাদারীপুরের ১৭ হাজার সুবিধাভোগী শিবচরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান ভস্মিভুত, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আগুন নেভাতে গিয়ে আহত ১ মসজিদের মুসল্লী ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষেআহত-১৫ দেশব্যাপী খুন, ছিনতাই বন্ধে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবীতে মাদারীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ আসুন ঐক্যবদ্ধ থাকি, ঐক্যই শক্তি, শক্তিই শান্তি: শিবচরে ঐতিহাসিক হাজী শরীয়তউল্লাহ (রহ:) ওয়াজ মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
শিবচরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩, আটক ১

শিবচরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩, আটক ১

0

শিবচরঃ মাদারীপুরের শিবচরে সন্ত্রাসী হামলায় এক ইউপি চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবচর পৌরসভার কেরানীবাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে রাতেই একজনকে আটক করেছে।

আহত আতিকুর রহমান মাদবর কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া আহত বাকি দুইজন হলেন– কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও আতিকের সহযোগী সোহরাব হাওলাদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ব্যক্তিগত কাজ শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শিবচর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের শিবচর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি বাচ্চু খলিফার বাড়ির সামনে আলাপ করছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর। এ সময় আতিক ও তাঁর সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। হামলায় ইউপি চেয়ারম্যান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও আতিকের সহযোগী সোহরাব হাওলাদার আহত হয়। চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। চেয়ারম্যানের মাথায় ও চোখে আঘাত প্রাপ্ত হয়েছে। খবর পেয়ে আহত চেয়ারম্যানের এলাকার হাজারো লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল। রাতে হাজারো নেতা কর্মী মহড়া দিয়ে আহত চেয়ারম্যানকে বাড়ি নিয়ে যান। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রাতেই নাহিদ নামের একজনকে আটক করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আহত আতিক মাদবর বলেন, হঠাৎ আমার উপর হামলা চালানো হয়। এসময় আমাকে রক্ষা করতে এসে আরো ২ জন আহত হয়। আমি কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম আমার উপর হামলা হতে পারে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার বলেন, ‘চেয়ারম্যানসহ তাঁর সহযোগীর ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক