শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
ডেভিল হান্ট: রাজৈরে ছাত্রলীগ ও যুবলীগ নেতা আটক নার্সকে ধর্ষণের অভিযোগে মাদারীপুরের শিবচরে ক্লিনিক মালিক গ্রেফতার রাজৈরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান,২কিমি পাইপ ধ্বংস,৫০ হাজার টাকা জরিমানা টেকেরহাটে এক ভুয়া ডাক্তারকে অর্থদণ্ড লিবিয়া-ইটালী গেম:ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে রাজৈরের আরও ২ যুবকের মৃত্যু,নিখোঁজ অনেকে স্মার্ট কার্ডের চক্করে টিসিবি পণ্য পাচ্ছেনা অসহায় পরিবার, দুর্ভোগে মাদারীপুরের ১৭ হাজার সুবিধাভোগী শিবচরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান ভস্মিভুত, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আগুন নেভাতে গিয়ে আহত ১ মসজিদের মুসল্লী ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষেআহত-১৫ দেশব্যাপী খুন, ছিনতাই বন্ধে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবীতে মাদারীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ আসুন ঐক্যবদ্ধ থাকি, ঐক্যই শক্তি, শক্তিই শান্তি: শিবচরে ঐতিহাসিক হাজী শরীয়তউল্লাহ (রহ:) ওয়াজ মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
কৌশলে জোরপূর্বক মাদারীপুরের প্রান্তিক কৃষকদের জমি কিনে নেয় বেনজির আহমেদ, প্রকল্পর পাশে মাছ ধরায় জেলেকে মারধর করে থানায় আটকে রাখে পুলিশ, নিয়ে নেয় নৌকা জাল

কৌশলে জোরপূর্বক মাদারীপুরের প্রান্তিক কৃষকদের জমি কিনে নেয় বেনজির আহমেদ, প্রকল্পর পাশে মাছ ধরায় জেলেকে মারধর করে থানায় আটকে রাখে পুলিশ, নিয়ে নেয় নৌকা জাল

0

প্রদ্যুৎ কুমার সরকারঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের স্ত্রী ও ৪টি কোম্পানির নামে মাত্র দুই বছরে প্রায় ২শ ৭০ বিঘা জমি কেনা হয়েছে শুধু মাদারীপুরের একটি মৌজাতেই। জোরপূর্বক কারো সম্পত্তিতে বালু ফেলে আবার কারো সম্পত্তির মাাটি কেটে বাধ্য করা হয় প্রান্তিক কৃষকদের এ সকল জমি বিক্রিতে। পুলিশ দিয়ে ভয় ভীতিতো নির্যাতন রয়েছেই । অত্যাচারের সকল সীমা লংঘন করা হয় এসকল জমি হস্তান্তরের ক্ষেত্রে। জেলে নিত্য বালাসহ ৩জনকে থানায় নিয়ে ব্যাপক মারধর করা হয় বেনজিরের প্রকল্পর পাশের বিলে মাছ ধরায়। এরকম অন্যায় অত্যাচারের চিত্র যেন ঘরে ঘরে। এখনো মাদারীপুর,গোপালগঞ্জের কয়েকটি গ্রামে বেনজির আতংক বিরাজ করছে।


সরেজমিন জানা যায়, গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী প্রত্যন্ত রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের সাতপাড় ডুমুরিয়া মৌজা। এ গ্রামের অধির দত্তকে তার ৮০ শতাংশ জমি দিতে হয় অনিচ্ছ্বা থাকা সত্বেও। কারন তার জমির মাটি কেটে নেয়া হয় বিক্রির আগেই ফলে বাধ্য হয়েই ভয়ে জমি দিয়ে দেন । তার ভাই সুধির দত্তকে দিতে হয় ৫৪ শতাংশ জমি।কৃষকদের ৫২ শতাংশের এক বিঘা জমি দিতে হয় মাত্র ৪ লাখ ২০ হাজার টাকা দরে। কাউকে কাউকে দেয়া হয় আরো কম দাম। অনেকের জমি নিয়ে টাকা না দেয়ারও অভিযোগ রয়েছে। এরকম নীরব নির্যাতনের চিত্র গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী প্রত্যন্ত কয়েকটি গ্রামে। শান্তির গ্রামগুলোতে বইছে বেনজির নাম অশান্তির ঝড়। বেনজীর অবসরে যাওয়ার একমাস আগ পর্যন্ত মাত্র দুই বছরে এভাবেই প্রায় ২শ৭০ বিঘা জমি কেনা হয়েছে তার স্ত্রী জিশান মির্জাকে চেয়ারম্যান দেখিয়ে সাভানা ফার্ম প্রোডাক্ট, সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড, সাভানা রিসোর্ট এন্ড প্রাইভেট লি: ও সাভানা এগ্রো লিমিটেড নামক ৪টি কোম্পানির নামে। বেনজির আহমেদের পক্ষে তৈমুর ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা দালালরা ভয়ভীতি দেখিয়ে জমি গুলো দলিল করাতে বাধ্য করেন কৃষি ও মৎস্যজীবী মানুষদের। ফলে এখন অনেকেই কর্মহীন। বিক্রিত জমি ও প্রকল্প এলাকার বাইরেও কেউ গেলেও চালানো হতো নির্যাতন। নিত্য বালা নামের এক জেলেসহ ৩ জনকে পাশের বিলে মাছ ধরায় থানায় নিয়ে নির্যাতন করা হয়। রেখে দেয়া হয় নৌকা। শুধু নিত্য বালাই নয় বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন শুধুমাত্র ও্ই এলাকার বাসিন্দা হওয়ায়। বেনজির আহমেদ দেশান্তরী হলেও এখনো চরম আতংক এ সকল এলাকাজুড়ে।

ক্ষতিগ্রস্থ অধির দত্ত বলেন, আমাদের না জানিয়েই বেনজির আহমেদের লোকজন আমাদের জমির মাটি কেটে নিয়ে যায়। বিভিন্নভাবে হয়রানী করা হয় জমি বিক্রি করতে। পরে এক প্রকার বাধ্য হয়েই আমার ৮৪ শতাংশ ও আমার ভাই সুধির দত্তের ৫৪ শতাংশ জমি বিঘা প্রতি মাত্র ৪ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করি। এভাবেই এ এলাকার বিভিন্ন মানুষের জমি নিজের নামে করে নিয়েছে বেনজির আহমেদ।

পুলিশের নির্যাতনের শিকার জেলে নিত্য বালা বলেন, বেনজির স্যারের ঘেরের পাশে ডোবায় মাছ ধরতে গেলে আমাকে পুলিশ ধরে থানায় নিয়ে শারিরীকভাবে অনেক নির্যাতন করেছে। নৌকা ও জাল নিয়ে যায়। এখনো আমার নৌকা ফেরত দেয়নি।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ এর মাদারীপুর জেলার সভাপতি শ্যামল দে বলেন, বেনজির আহমেদ হিন্দু দরিদ্র পরিবারগুলোর জমি ভয়ভীতি দেখিয়ে ও বিভিন্নভাবে হয়রানী করে লিখে নিয়েছে বলে জেনেছি। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্তদের মাধ্যমে বিচার দাবী করছি।

রাজৈর সাব রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান বলেন, ১শ১৩টি দলিলের মাধ্যমে জমিগুলো হস্তান্তর হলেও আদালতের নির্দেশনায় এ জমিগুলো বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক