সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিত্যানন্দ হালদার: ঢাকার লালমাটিয়ার উইমেন ভলানট্যারি এসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে গত ৮জুন দিনব্যাপী বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ এর সহযোগিতায় ‘স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দলিত জনগোষ্ঠীর কার্যকর অন্তর্ভূক্তি’ শীর্ষক সেমিনার এবং বিডিইআরএম এর দ্বাদশ জাতীয় সম্মেলন–২০২৪ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের এমপি ননী গোপাল মন্ডল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান,সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এম,এম মাহমুদুল্লাহ ,ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল,বিডিইআরএম উপদেষ্টা ও নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী মানবাধিকারকর্মী জাকির হোসেন ওদলিত নারী ফোরাম এর সাধারন সম্পাদক মনি রানী দাস । বিডিইআরএম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিভূতোষ রায়ের সভাপতিত্বে ওকেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিডিইআরএম এর কেন্দ্রীয় কমিটির নেতা নিশীথ রঞ্জন মিস্ত্রি, মাদারীপুর জেলা শাখার সভাপতি নিত্যানন্দ হালদার, তাপস রাজবংশী,সুজন রাজভোর,দুলাল দাস,রাজীব দত্তসহ পঞ্চাশটি জেলা কমিটির নেতৃবৃন্দ ।বক্তারা বাংলাদেশে বসবাসরত ৬৫ লক্ষ দলিত জনগোষ্ঠীর প্রতি সমাজের বিদ্যমান বৈষম্যসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও সরকারের প্রতি নিম্ন বর্নিত দাবিসমুহ পুরণে জোর দাবি জানান। জাত–পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল–২০২২ অবিলম্বে পাশ করা, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দলিত ও চা–শ্রমিকদের জন্য জাতীয় বাজেটে আবাসন খাত ও সামাজিক নিরাপত্তা কর্মসুচীতে বরাদ্দ বৃদ্ধি করা, পরিচ্ছন্নতা কর্মীদের স্কেলভূক্ত বেতন ও পেশাগত স্বাস্থ্যঝুকি বিশেষ বিবেচনায় এনে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সরবরাহ করা, সকল ধরনের সরকারী চাকুরীকে কোটা ব্যবস্থা প্রবর্তণ করা, ভূমিহীন দলিতদের মাঝে খাস জমি ও ঘর বরাদ্দ করা, সরকারী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের জন্য কোটা ব্যবস্থা প্রবর্তণ করা।
তাঁরা আরো বলেন, সরকার ঢাকাসহ দেশের বেশ কিছু জেলায় পরিচ্ছন্নকর্মীদের জন্য বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের মাধ্যমে বাসস্থানের ব্যবস্থা করেছেন, কিন্তু সিটি কর্পোরেশন ও পৌরসভার পক্ষ থেকে যার চাকুরী আছে সে ঘর পাবে, আবার কোন কোন ক্ষেত্রে সাচিবিক নির্দেশে হওয়া চাকুরীরত পরিচ্ছন্নকর্মীরাই কেবল ঘর পাবে বলে জানান, ফলে দলিত পরিচ্ছন্নকর্মীরা গৃহহীন হওয়ার আতংকে ভূগছেন কারন সামাজিক অস্পৃশ্যতার কারনে তারা ঘর ভাড়া পায় না। দলিত পরিচ্ছন্নতাকর্মীদের পূণর্বাসনের জোর দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বলেন, বিডিইআরএম এর নেতৃবৃন্দ কর্তৃক যে সকল দাবি উত্থাপন করা হয়েছে, উহা অত্যন্ত যুক্তিযুক্ত । দলিত জনগোষ্ঠীর আর্থ–সামাজিক উন্নয়ন ও তাদের অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় সংসদে ও সংসদের বাইরে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন, আমার রাজনৈতিক জীবনে এই জনগোষ্ঠীর সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সুতারাং এই জনগোষ্ঠীর উপর অস্পৃশ্যতা রোধে প্রস্তাবিত বৈষম্য বিরোধী বিল পাশের ব্যাপারে মহান জাতীয় সংসদে জোর দাবি জানাবো।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধির জন্য প্রস্তাব করব । বর্তমান সরকার এই অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ–সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন ।
দ্বিতীয় অধিবেশনে বিডিইআরএম এর দ্বাদশ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত জেলা কমিটির নেতৃবৃন্দদের কন্ঠভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট নতুন জাতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর অধিকার আদায় এবং বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর অধিকার আদায় এবং তাদের মানবাধিকার উন্নয়নের লক্ষ্যে সাংগাঠনিক সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব উন্নয়ন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে দলিত জনগোষ্ঠীর নেটওয়ার্কিং শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ২০০৮ সাল থেকে কাজ করে আসছে।