সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
আকাশ আহম্মেদ সোহেল: “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের রাজৈরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা আসমত আলী খান অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার ৪ জন মৎস্য চাষীদের সম্মাননা স্মারক প্রদান করে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মহসিন মিয়া, ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন মিয়া (সাহা), মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান পারুল, রাজৈর থানার তদন্ত ওসি সঞ্জয় কুমার ঘোষসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও মৎস্যচাষী প্রমুখ।