আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে দুইটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান অদালত। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে উপজেলা সদরের রাজৈর বাজার মনিটরিং করার সময় এ জরিমানা করেন মাদারীপুর ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। এসময় উপজেলা কৃষি বিপনণ কর্মকর্তা, রাজৈর থানার পুলিশ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, আমরা মিষ্টি, সব্জি ও কসমেটিক্সের দোকানসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে মনিটরিং করেছি। এসময় দুইটি দোকানে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সকল ব্যাবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Comments