রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে কুমার নদ থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় উপজেলার কালীবাড়ি বাজারের পাশের নদ থেকে লাশটি উদ্ধার হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, নদের পাশে ক্ষেতে কাজ করতে গিয়ে শুক্রবার বিকালে কৃষকরা লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে কবিরাজপুর নৌ ফাঁড়ি ও রাজৈর থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে।
রাজৈর থানার ইনস্পেক্টর(তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে কুমার নদ থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। ময়না তদস্তের জন্য মাদারীপুর পাঠানো হবে।