সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
মো. জাফরুল হাসান, কালকিনি: মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার হাজার ৮১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মো. আব্দুল বারী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সঞ্জয় কুমার, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব নাসিরউদ্দিন ফকির লিটন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসেন, সঞ্জয় বাড়ৈ ও মো. সুলতানুল হক প্রমুখ।