জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সোমবার বিকালে সোহাগকে গ্রেপ্তার করে রাজৈর থানার পুলিশ। এসময় তার লুঙ্গির ভিতর থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৯ হাজার টাকা।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাসুদ খান জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।