সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ইশিবপুর ইউনিয়নের জনগণের আয়োজনে এলাকার আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ইশিবপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় মাদক, সন্ত্রাস ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি রাজৈর থানার ওসি মাসুদ খান, স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম টিপু, ছানোয়ার হোসেন জীবন, লিয়াকত, মুরাদ শেখ, রিজভী আহম্মেদ সবুজ, শফিউল্লাহ ইসলাম, জামাল মিঞাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, আমার থানায় বিনা দোষে পুলিশ কর্তৃক কেউ হয়রানির শিকার হলে আমার কাছে বলবেন। আমি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। বিগতদিনে যারা পুলিশের বড় বড় পদে দায়িত্ব পেয়ে স্বৈরাচারীতা করেছেন তাদের কারনে এখন আমদের কেউ মূল্যায়ন করে না। সেই সময়েও (আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন) আমরা কোন মূল্যায়ন পাইনি। আপনারাও মুখ বুজে সহ্য করেছেন। কিন্তু এখন আর কোন মিথ্যা হয়রানির সুযোগ নেই। অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে পুলিশ আপনাদের পাশে থাকবে।