সমাবেশে তাদের স্লোগান ছিল, বদরে ৩১৩ জনকেই হারাতে পারেনি, এখতো আমরা ২০০ কোটি। মনে রেখো আমরা আবার ফিরবো, বদর, ওহুদ, খনদক অথবা তাবুক হয়ে ইনশাআল্লাহ।এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ কবিরাজপুর ইউনিয়ন শাখার নেতা এসকেন্দার মোড়লের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলামের যুগ্ন-মহাসচিব মাওলানা তরিকুল ইসলাম, রাজৈর উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদউল্লাহ ফাহমি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাসার ও উপজেলা খেলাফাত মজলিসের সহ-সাধারণ সম্পাদক বায়জীদ হোসেন রাব্বানী প্রমুখ।