শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জানা যায়, শনিবার সকালে উপজেলার পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেহেরাব সিফাতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষার্থীদের বিভিন্ন কথা শুনে সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় সমন্বয়ক মোমো, জাবের নূর ও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন নেতৃবৃন্দ রাজৈর, মাদারীপুর সদর, ডাসার ও কালকিনিতে মতবিনিময় সভা করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্য্য নির্বাহী কমিটির সদস্য মেহেরাব সিফাত বলেন, সারাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে মানুষ এখন নির্দেশনা চাচ্ছে বলে আমরা মনে করছি। নতুন বাংলাদেশ গঠনের যে প্রত্যয় সেখানে মানুষ কিভাবে সংগঠিত হতে পারবে, সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেরা দায়ীত্ব গ্রহন করেছে। আমরা দেশের প্রতিটি উপজেলায় গিয়ে আন্দোলনের গতিকে উজ্জীবিত করতে এবং এই আন্দোলনের পরবর্তী ধাপ কি হতে পারে আর আমরা এই আন্দোলনকে কিভাবে সামনে ধরে রাখতে পারি সেই জন্যই আমরা উপজেলা পর্যায়ে কাজ করে যাচ্ছি। মাদারীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগের আখড়া ছিল, আমরা দেখেছি এখানে খুন, গুম, হত্যা, নির্যাতন করে মানুষকে নিস্পেষিত করা হয়। এসকল ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এজন্য এখানে বৈষম্যবিরোধী ছাত্র যারা রয়েছে তাদেরকে আমরা একত্রিত করতে কাজ করছি। তারা যেন জনবান্ধব, বৈষম্যহীন কাজ করে মানুষের প্রতিনিধিত্ব করতে পারে তার নির্দেশনা তাদেরকে দেয়া হচ্ছে।