শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
বিনয় জোয়ারদারঃ লিবিয়া থেকে ইটালী যাওয়ার পথে বোট ডুবিতে মাদারীপুরের রাজৈর উপজেলার ১ জনের সলিল সমাধি হয়েছে। এছাড়াও ২ জন নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। নিহত যুবকের নাম ইনসান শেখ(১৯)। সে গোবিন্দপুর গ্রামের ফিরোজ শেখের ছেলে। সে মজুমদারকান্দি গ্রামের মনির দালালের মাধ্যমে ১৬ লক্ষ টাকা চুক্তিতে ২ মাস আগে বাড়ী থেকে বের হয়ছিল। ২৪ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে লিবিয়ার বেনগাজী থেকে গেম দিয়েছিল। ২ফেব্রুয়ারী রবিবার পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পায়।
ইনসানের বাবা ফিরোজ শেখ জানায়, মনির দালাল সমস্ত টাকা নিয়ে আমাদের দেওয়া কথা রাখে নাই। ত্রিপোলী থেকে গেম দেওয়ার কথা থাকলেও বেনগাজী থেকে গেম দেয়। কাঠের বোটে গেম দেওয়ার কথা থাকলেও প্লাষ্টিকের বোটে গেম দেয়। একারনেই আমার ছেলের করুন পরিনতি। আমি মনির দালালের বিচার চাই।
অপরদিকে একই গ্রামের আক্কাস আকনের ছেলে আবুল বাসার আকন(২৮) এবং তার ভাগ্নে পশ্চিম সরমঙ্গল গ্রামের হাসান হাওলাদারের ছেলে রোমান হাওলাদার (পাসপোর্টে নাম টিটু হাওলাদার) নিখোঁজ রয়েছে। বাসার আকনের ভাই বাচ্চু আকন জানান, আমার ভাই দেড় বছর আগে ১৪ লক্ষ টাকা চুক্তিতে মহেন্দ্রদী গ্রামের স্বপন দালালের মাধ্যমে কৃষি ভিসায় যাওয়ার চুক্তি হয়। পরে সে নিতে অপারগ হলে বাধ্য হয়ে লিবিয়া দিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। লিবিয়া নিয়ে যাওয়ার পর সে গেম দিতে পারে নাই। পরে মনির দালালের মাধ্যমে নতুন করে চুক্তি করে আমার ভাই এবং ভাহ্নেকে পাঠানোর সিদ্ধান্ত হয়। ২৪ ডিসেম্বর শুক্রবার গেম দিয়েছে বলে শুনেছি। এখন পর্যন্ত কোন সন্ধান পায়নি। তবে দালাল আজ রবিবার ভয়েস মেসেজ দিয়ে জানিয়েছে ধৈর্য্য ধরেন। আল্লাহর কাছে দোয়া করেন ১৭ জন চিকিৎসাধীন এবং ৩ জন পুলিশের কাছে আটক আছে। দেখা যাক কি হয়।
রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান জানান, থানায় কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।