শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
রাজৈরঃ “ঢালাও ভাবে মিথ্যা মামলা সমর্থন করে না জাতীয় নাগরিক কমিটি” বলে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির (স্বারক) এর মুখ্য সংগঠক ও রাজৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটির অন্যতম প্রতিনিধি জাবের হাওলাদার।
এ সময়ে তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ আক্তার হোসেন এর উদ্ধৃতি দিয়ে বলেন আমাদের নাগরিক কমিটির সদস্য সচিব মহোদয় অনেক আগেই বলেছেন, ‘ঢালাওভাবে মিথ্যা মামলা নাগরিক কমিটি সমর্থন করেনা।”
আজ রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের তালুকদার প্লাজায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সংখ্যক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি (জাবের) আরো বলেন, স্বৈরাচারী সরকারের আমলে ভারতের মোদি সরকারের বিরুদ্ধে লেখালেখি করার কারনে ২০২০ সালে আমাকেও একাধিক মিথ্যা মামলায় ভিকটিম বানানো হয়েছিল। একইভাবে গত ১৬ বছর ধরে বি এন পি, জামায়াতে ইসলাম সহ যারাই স্বৈরাচারী সরকারের সমালোচনা করেছে, হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরোধিতা করেছেন, তাদেরকেই মিথ্যা মামলার আসামি বানানো হয়েছে।
আমি কখোনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না তবুও আমাকে এবং জেলে গিয়ে দেখেছি আমার মতো বহু নিরিহ মানুষকে মিথ্যা মামলার আসামি বানিয়ে রাষ্ট্রীয়ভাবে জুলুম করা হয়েছে।
নাগরিক কমিটি মনে করে, এভাবে ঢালাও হারে মামলা হতে থাকলে জুলাই অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হবে এবং প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে।
আমরা আমাদের রাজৈরেও কিছু ক্ষেত্রে লক্ষ্য করছি এবং শুনতে পেয়েছি যে যারা ছাত্রদের বিরুদ্ধে মাঠে নামেনি অথবা কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলনা তাদেরকেও মামলা দেয়া হয়েছে।
আমাদের নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিজ আলম কিছুদিন আগে মিডিয়াতে বলেছেন যে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন অনেক ছাত্র, যারা ছাত্রলীগের সাথেও জড়িত ছিল তবে জুলাই অভ্যুত্থানে তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল এবং সাধারণ ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে মাঠে নেমেছিল। সুতরাং তাদের যেনো গ্রেপ্তার করা না হয়।”
সুতরাং আমরা রাজৈর থানার অফিসার ইনচার্জ মহোদয় কে বলতে চাই, তিনি যেন যাচাই বাছাই করে মামলা সমূহ গ্রহণ করেন।
এবং ফ্যাসিস্ট দের প্রকৃত দোসর, যারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিল এবং এখনো সড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।
আমরা ভারতীয় আনুগত্য ও আগ্রাসন বিরোধী একটি আত্মমর্যাদা সম্পন্ন শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে প্রতিজ্ঞাবদ্ধ।