শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ  দীর্ঘ ৩৬ বছর স্বৈরশাসন মুক্তি হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ- হিমেল আল ইমরান ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালার মরদেহ বাড়িতে এসেছে রাজৈরে মডেল মসজিদের উদ্বোধন, সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির কামনায় দোয়া মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গায় দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজৈরে বিদেশে পাঠানোর প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া দালাল দম্পতি র‍্যাবের হাতে যশোর থেকে গ্রেপ্তার শশুর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে জীবন দিল ইতালি প্রবাসীর স্ত্রী রাজৈরে দেশীয় অস্ত্রসহ মিনি ট্রাক জব্দ, এক ব্যক্তি আটক তিনি এখন এনসিপি নেতা!!
মুখে বিষ দিয়ে আত্মহত্যা বুঝানোর চেষ্টা রাজৈরে স্ত্রীকে পিটিয়ে হত্যা অভিযোগ

মুখে বিষ দিয়ে আত্মহত্যা বুঝানোর চেষ্টা রাজৈরে স্ত্রীকে পিটিয়ে হত্যা অভিযোগ

422920691_1438452273735930_2362822350774317569_n

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপরের রাজৈরে স্ত্রী লিমা রায়কে(২৫) পিটিয়ে হত্যা করেছে স্বামী সম্রাট রায়। এ ঘটনা ধামাচাপা দিতে তার মুখে বিষ দিয়ে আত্মহত্যা বুঝানোর চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার উপজেলার কদমবাড়ি কলেজের সামনে দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সম্রাট একই এলাকার নিখিল রায়ের ছেলে এবং নিহত লিমা গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট গ্রামের শান্তি রঞ্জন গাইনের মেয়ে। তাদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার হোসেনপুর ইউনিয়নের নাগরদী গ্রামে সম্রাটের এক মামার সাথে লিমার বিয়ে হয়। পরে মামি লিমা ও ভাগিনা সম্রাটের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা পালিয়ে বিয়ে করে। এক বছর পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর থেকেই পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে সম্রাটের মোবাইলে এক মেয়ের ছবি দেখে ফেলাকে কেন্দ্র করে লিমাকে পিটিয়ে গুরুতর আহত করে সম্রাট। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে লিমার মুখে বিষ ঢেলে ঘটনাটি আত্মহত্যা দেখানোর চেষ্টা চালিয়ে সম্রাট পালিয়ে যায়।

গোপন তথ্য সূত্রে জানা গেছে, সম্রাট ও তার বাবা নিখিল স্যালো ম্যাশিন (পানির পাম্প) চুরি পেশা ও মাদক ব্যবসার সাথে জড়িত। একাধিকবার স্থানীয় পর্যায়ে তাদের বিচার সালিশ করা হয়েছে। তবে তারা ভয়ংকর প্রকৃতির হওয়ায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পান না। এছাড়া সম্রাটের আরো ৪টি বিয়ে রয়েছে। লিমা ছিল ৫ নম্বর স্ত্রী।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মেয়ের বাবা আপাতত থানায় একটি বিষ পানে মৃত্যুর অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক