শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ  দীর্ঘ ৩৬ বছর স্বৈরশাসন মুক্তি হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ- হিমেল আল ইমরান ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালার মরদেহ বাড়িতে এসেছে রাজৈরে মডেল মসজিদের উদ্বোধন, সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির কামনায় দোয়া মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গায় দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজৈরে বিদেশে পাঠানোর প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া দালাল দম্পতি র‍্যাবের হাতে যশোর থেকে গ্রেপ্তার শশুর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে জীবন দিল ইতালি প্রবাসীর স্ত্রী রাজৈরে দেশীয় অস্ত্রসহ মিনি ট্রাক জব্দ, এক ব্যক্তি আটক তিনি এখন এনসিপি নেতা!!
ভিক্ষুকদের নিয়ে আরটি এইড ফাউন্ডেশনের ইফতার

ভিক্ষুকদের নিয়ে আরটি এইড ফাউন্ডেশনের ইফতার

IMG_5474

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরে ভিক্ষুকদের নিয়ে ইফতার মাহফিল করেছে আরটি এইড ফাউন্ডেশন নামে একটি মানবিক সংগঠন। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় প্রবাসীদের অর্থায়নে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন স্থানের বাক প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী ১৫ জন ভিক্ষুক সকলের সঙ্গে ইফতার করেন।
IMG_5475
এসময় আরটি এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রাজৈর নিউজের সম্পাদক ইমাম হোসেন ইমন, টিপু বাঘা, নবজীবন ব্লাড কালেকশনের প্রতিষ্ঠাতা আজগর শেখ, তরিকুল ইসলাম, টেকেরহাট বাইকার্সের প্রতিষ্ঠাতা হামুদ্দি হাওলাদার, তালুকদার ডিজিটাল প্লাজার ম্যানেজিং ডিরেক্টর নূর হোসেন ঢালীসহ অনেকেই উপস্থিত ছিলেন। আরটি (রাজৈর-টেকেরহাট) এইড ফাউন্ডেশনের সংগঠনের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে নবজীবন ব্লাড কালেকশন, রাজৈর নিউজ, টেকেরহাট বাইকার্স মাদারীপুর।
IMG_5476আরটি এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য টিপু বাঘা বলেন, আমাদের লক্ষ্য গরীব, অসহায়, হতদরিদ্র, ভিক্ষুক, এতিমদের সাহায্য করে তাদের পাশে থাকা। এই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে রাজৈর টেকেরহাটের প্রবাসীদের সহযোগিতায় শাখারপাড়ের দুই প্রতিবন্ধী বোনকে ঘর তুলে দিতে সহায়তা করেছি। এছাড়া কয়েকজন প্রতিবন্ধী ভিক্ষুককে চলাচলের জন্য গাড়ি তৈরি করে দিয়েছি। আমরা চেয়েছিলাম ভিক্ষুকদের নিয়ে ভাল একটা পরিবেশে নিয়ে বসে ইফতার করাবো। তাই আজ এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। তারাও খুব খুশি হয়েছে৷ আগামীতে আরো ভাল কিছু করার চেষ্টা করবো। তবে সকলের কাছে অনুরোধ থাকবে আপনারাও চাইলে আমাদের ফান্ডে টাকা জমা দিতে পারেন। আপনাদের হয়ে আমরা গরীব অসহায় মানুষের পাশে দাড়াবো।

আরটি এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রাজৈর নিউজ ডট কম এর সম্পাদক ও প্রকাশক ইমাম হোসেন ইমন বলেন, আমরা যদি পাশে থাকি তাহলে পথে ঘাটে থাকা ছিন্নমূল মানুষও ভাল থাকবে। এমন প্রত্যাশা নিয়ে আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। আর আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এজন্যই ভিক্ষুকদের নিয়ে সকলে মিলে ইফতার করলাম।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ইতালি প্রবাসী জামিল মাতুব্বর আমাদের মাধ্যমে ঘরহীন মানুষকে সহযোগিতা করেছেন। তার সহযোগিতায় প্রতিবন্ধীদের চলাচলের জন্য হাতে চালিত ভ্যান গাড়ি তৈরি করে দিয়েছি। এভাবেই আমরা তাদের মুখে হাসি ফুটাতে চাই, যারা সমাজের অবহেলিত মানুষ। আমরা এই সংগঠনের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে যেন থাকতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক