শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ  দীর্ঘ ৩৬ বছর স্বৈরশাসন মুক্তি হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ- হিমেল আল ইমরান ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালার মরদেহ বাড়িতে এসেছে রাজৈরে মডেল মসজিদের উদ্বোধন, সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির কামনায় দোয়া মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গায় দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজৈরে বিদেশে পাঠানোর প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া দালাল দম্পতি র‍্যাবের হাতে যশোর থেকে গ্রেপ্তার শশুর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে জীবন দিল ইতালি প্রবাসীর স্ত্রী রাজৈরে দেশীয় অস্ত্রসহ মিনি ট্রাক জব্দ, এক ব্যক্তি আটক তিনি এখন এনসিপি নেতা!!
বৈষম্যবিরোধী নেতাদের উপর হামলা, গুরুতর আহত ৫, আটক-১

বৈষম্যবিরোধী নেতাদের উপর হামলা, গুরুতর আহত ৫, আটক-১

IMG_6229

আকাশ আহম্মেদ সোহেলঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাতে দুই জেলার সীমান্তবর্তী এলাকা মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী বরিশাল গেট চাইনিজ রেস্টুরেন্টে (হাইওয়ে রেস্টুরেন্ট) এ ঘটনা ঘটে। এসময় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাবের বিন নূর উপস্থিত ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করেছে মুকসুদপুর থানার পুলিশ।
আহতরা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক (২৩) ও যুগ্ম আহ্বায়ক কিরোন আক্তর (২৬)। তারা দুইজনই মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাদের দু’জনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম ও মিথিলা ফারজানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয় ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা জানায়, মঙ্গলবার (১০ জুন) দিনব্যাপী একটি মিনি ট্রাকে করে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের বাড়ি বাড়ি মৌসুমী ফল পৌঁছে দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাবের বিন নূর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির নেতাকর্মীরা। ফলগুলো বিতরণ শেষে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া থেকে ট্রাকে করেই ফিরছিলেন তারা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে আসলে মিজান পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি তাদের মিনি ট্রাককে রাস্তার পাশে চাপ দেয়। পরে মুকসুদপুরের চরপ্রসন্নদী এলাকার বরিশাল গেট রেস্টুরেন্টে এসে গাড়িটি দাড়ালে চাপ দেয়ার কারণ জানতে চায় বৈষম্য বিরোধী নেতারা। এসময় গাড়ির শ্রমিকরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের গালিগালাজ করে এবং নারী সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে বাসের হেলপার। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রেস্টুরেন্টের ছাদে থাকা একদল কিশোর লাঠিসোঁটা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক ও যুগ্ম আহ্বায়ক কিরোন আক্তর গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত স্থান ত্যাগ করে হামলাকারীরা।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ করে দেয়ার হুশিয়ারী দিয়েছেন মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব রিশাদ রাব্বি জানান, রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সোবহান মুন্সীর বাড়িতে আম, কাঠাল, লিচুসহ মৌসুমি ফল দিয়ে আসার সময় মিজান পরিবহন নামে একটি বাস আমাদের পিকাপটি (মিনি ট্রাক) চাপ দেয় এবং গাড়ির হেলপার আমাদের নেত্রীদের (নারী সদস্য) টিচ করে (কুরুচিপূর্ণ কথা বলে)। এ নিয়ে কথা বললে আমাদের উপর একদল কিশোর গ্যাং হামলা চালায়। ওরা সবাই বরিশাল গেট রেস্টুরেন্টের ছাদে বসা ছিল। আমাদের ঝামেলা ছিল মিজান গাড়ির হেলপারের সঙ্গে কিন্তু ওরা হামলা করলো কেন! এ ঘটনার সঠিক বিচার চাই।গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাবের বিন নূর জানান, রেস্টুরেন্টে আমরা খাওয়া-দাওয়া করার জন্য আসি। এসময় আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতৃবৃন্দ কিরন ও আশিক গুরুতর আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি।এ ব্যাপারে গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক