গ্রেপ্তাররা হলো- ঘোষালকান্দি গ্রামের মৃত লতিফ আকনের ছেলে নাজির আকন(৩২) ও ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের মৃত জাহাঙ্গির আলম খলিফার ছেলে মেহেদি হাসান খলিফা(২৪)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও কনস্টেবল আবুল কালাম আজাদ নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান। পরে মাদক ব্যবসায়ী নাজির ও মেহেদীকে আটক করতে সক্ষম হন তারা। এসময় নাজিরের ডান হাতে থাকা হলুদ রংয়ের কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় লাল রংয়ের কাপড়ের শপিং ব্যাগের মধ্যে রাখা ৪৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ১৫০ গ্রাম ও মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এবং মেহেদীর পরিহিত লুঙ্গির পেছনের কোচড় থেকে সাদা রংয়ের পাতলা পলিথিনের মধ্যে থাকা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। যার মূল্য ৩ হাজার টাকা।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।