বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম মুসলিমপাড়া এলাকায় অভিনব কায়দায় কনডমের ভেতরে ইয়াবা লুকিয়ে বিক্রি করার সময় পুলিশের হাতে ধরা পড়েছে দুই মাদক কারবারী। সোমবার রাত ৯ টার দিকে তাদের আটক করা হয়। আটকৃতরা হল বৌলগ্রাম মুসলিম পাড়ার নুরউদ্দিন মুন্সীর ছেলে আবুবক্কর মুন্সী (৩২) এবং হিন্দু পাড়ার বঙ্কিম কীর্তনীয়ার ছেলে সুমন কীর্তনিয়া(৩০)।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে সুমন আবুবক্করের নিকট ইয়াবা কিনতে গেলে এলাকার কিশোররা পুলিশকে খবর দেয়। এসময় রাজৈর থানার ওসি এবং তদন্ত ওসি নেতৃত্বে নুরউদ্দিনের ইজিবাইকের গ্যারেজে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় এস আই তরিকুল ইসলাম আবুবক্করের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবা ক্রেতা সুমন কীর্তনীয়াকেও আটক করা হয়।
পুলিশ জানায়, আবুবকর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং পুলিশের চোখ ফাঁকি দিতে কনডমের ভেতরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে পরিবহন ও বিক্রি করে আসছিল।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ খান বলেন, আটককৃত আবুবক্কর ও সুমন কীর্তনিয়া বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Comments