সন্ত্রাসী সংগঠন ইসকন কর্মী কর্তৃক এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে মাদারীপুরের রাজৈরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড মসজিদের সামনে রাজৈর ও মুকসুদপুরের সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ সমাবেশ করা হয়। এসময় বক্তব্য রাখেন, টেকেরহাট রাশিদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, আরবি প্রভাষক গোলাম মাওলা, চরপ্রসন্নদী মাদ্রাসার মোহতামিম এনায়েত বিন মোস্তফা, পশ্চিম স্বরমঙ্গল ইবনে মাসুদ মাদ্রাসার মোহতামিম মাওলা দেলোয়ার হোসেন, সিটি স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মাসুদ ফরাজি, মাদিনার মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক নূরুল ইসলাম বিন রাফিকসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকগণ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসকন শুধু মুসলমানদের শত্রু নয়, হিন্দুদেরও শত্রু। তারা ধর্মের নামে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। আমরা কোন ধর্মের বিরোধিতা করছি না, কোন ধর্মীয় নেতার বিরোধিতা করছি না। আমরা এক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নেমেছি। ইসকনের সদস্যদের আঘাত করলে যদি সংখ্যালঘুর বাহানা দেখায়, তাহলে ভারতেও তো মুসলিমরা সংখ্যালঘু। তাদের উপর অত্যাচার করেন কেন ভারত সরকার? ইসকনকে ইতোমধ্যে অনেক দেশ নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও এ সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের কর্মীরা আমাদের এক ভাইকে হত্যা করেছে এরপর যদি আবারও কোন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে পুরো ভারত এক হয়েও আমাদের দমাতে পারবে না।