শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন
তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য এই মাথা থেকে ওইমাথা পর্যন্ত চষে বেড়াচ্ছি। যত উদীয়মান লোক আছে বিগত দিনের আন্দোলন সংগ্রামে পরিক্ষিত নেতা হিসেবে আমি মাদারীপুরের সব চাইতে নির্যাতিত নেতা ছিলাম। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান যদি মনে করেন মাদারীপুর ২ সংসদীয় আসনে আমি আসিন করলে ভাগ্য আকাশে নতুন সূর্য উদয় করতে পারবো তাহলে আমি ধানের শীষের মনোনয়ন চাই।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান বলেন, উন্নয়নের ধারা কি? তা মাদারীপুর ২ আসনের মানুষ ভুলে গেছে। আমি চাই একটি নতুন মাদারীপুর উপহার দিতে। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের সঠিক প্রয়োগ হবে, মানুষের উন্নয়ন দ্বারেদ্বারে পৌঁছে যাবে- এমন একটা শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিতে চাই মাদারীপুরবাসীকে।