শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ  দীর্ঘ ৩৬ বছর স্বৈরশাসন মুক্তি হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ- হিমেল আল ইমরান ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালার মরদেহ বাড়িতে এসেছে রাজৈরে মডেল মসজিদের উদ্বোধন, সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির কামনায় দোয়া মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গায় দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজৈরে বিদেশে পাঠানোর প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া দালাল দম্পতি র‍্যাবের হাতে যশোর থেকে গ্রেপ্তার শশুর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে জীবন দিল ইতালি প্রবাসীর স্ত্রী রাজৈরে দেশীয় অস্ত্রসহ মিনি ট্রাক জব্দ, এক ব্যক্তি আটক তিনি এখন এনসিপি নেতা!!
রাজৈরে মডেল মসজিদের উদ্বোধন, সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির কামনায় দোয়া

রাজৈরে মডেল মসজিদের উদ্বোধন, সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির কামনায় দোয়া

IMG_8575

টুটুল বিশ্বাস -মাদারীপুরের রাজৈর উপজেলায় সরকারি উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজকে কেন্দ্র করে মুসল্লিদের ঢল নেমে আসে উপজেলা চত্বরে। আযান শুরুর পর মুহূর্তেই প্রধান ফটক থেকে মসজিদ প্রাঙ্গণ—সব জায়গা ভরে যায় উপচে পড়া ভিড়ে।
প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি তিনতলা মসজিদটিতে একসঙ্গে প্রায় ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারী নামাজিদের জন্য আলাদা নামাজঘর, প্রশস্ত অজুখানা, হিফজখানা, লাইব্রেরি, গবেষণা ও দাওয়াত কেন্দ্র, সম্মেলন কক্ষ এবং গাড়ি পার্কিং—সব মিলিয়ে অবকাঠামোটি রাজৈরবাসীর কাছে নতুন এক ইসলামিক কেন্দ্র হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে।
উদ্বোধনী জামাতে নেতৃত্ব দেন মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ বেলাল হোসেন কাশেমী। উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মোয়াজ্জেন মো. আব্দুল্লাহ বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পর মানুষ প্রতিদিনই জানতে চাইত কবে নামাজ শুরু হবে। আজ সেই অপেক্ষার শেষ হলো।
স্থানীয়দের ধারণা, এই মসজিদ শুধু নামাজের স্থান নয়—এটি ধীরে ধীরে ইসলামিক শিক্ষা, ধর্মীয় গবেষণা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। ভবিষ্যতে ধর্মীয় পর্যটনেও এটি ভূমিকা রাখতে পারে বলে তারা আশা করছেন।
দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে রাজৈরের এই মসজিদটি বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে।
এদিকে বাদ আসর উপজেলার বিভিন্ন মসজিদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক