মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকাল ১২ টার সময় রাজৈর পৌরসভা কার্যলয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশাহ্ ফয়সাল, পৌর নির্বাহী কর্মকর্তা একরাম উল্লাহ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম অক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলসান আরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।
এ কর্মশালায় আগামীর বাংলাদেশ গঠনের বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন এবং তরুনদের প্রতি শান্তসৃষ্ট পরিবেশ রাখার আহবান জানান।