শিবচর (মাদারীপুর) সংবাদদাতাঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ইমরান সিদ্দিক (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ইমরান সিদ্দিক ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার শুকুর শেখের ছেলে।
পুলিশ জানায়, রবিবার দুপুরে ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি এলাকায় বাড়ি ফিরছিল ইমরান। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বামনকান্দা এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে রেলিংয়ের সাথে সজোরে আঘাত লেগে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি মোঃ জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments