শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
মাদারীপুরঃ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ দবির মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেলে উপজেলা শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর মুন্সি বাড়ির সামনে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নামাজ শেষে বাড়ি ফিরছিল দবির মুন্সি। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দিলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে যান দবির মুন্সি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত দবির মুন্সি পশ্চিম কাকৈর গ্রামের রুকাই মুন্সির ছেলে। শিবচর থানার ওসি মোঃ রতন শেখ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
১৮.৬.২৫