আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার (২০ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি টেকেরহাট গোলচত্ত্বর থেকে শুরু করে। পরে ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে টেকেরহাট উত্তরপাড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এসময় “শেখ হাসিনার ফাঁসি চাই”, ” অবৈধ হরতাল মানি না, মানবো না”, “যেই জিয়া মরে নাই, সেই জিয়া জনতার” সহ বিভিন্ন স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।বিক্ষোভে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য জীবন বোস ও আরিফ হাওলাদার, রাজৈর উপজেলা বিএনপি নেতা শেখ একরাম হোসেন, রাজৈর পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জাকির শেখ,জাকির হাওলাদার,খায়ের হাওলাদার ও উপজেলা বিএনপি নেতা ওবায়দুল বাঘাসহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
Comments