রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি॥ মাদারীপুরের রাজৈর পৌরসভার আমবাগ গ্রামে জমি সংক্রান্ত দখল ও চাঁদা দাবিকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুই পক্ষ।
রবিবার ৩১ আগস্ট বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা খলিল বেপারী তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, গত ২৭ আগস্ট সংবাদ সম্মেলন করে “আনোয়ার শেখ যে অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।”
খলিল বেপারী দাবি করেন, বরং আনোয়ার শেখ নিজেই চাঁদাবাজি, জমি দখল করার মতো অপরাধে জড়িত এবং এসব অপকর্মের প্রমাণ থানার নথিতেই রয়েছে। তিনি আরও বলেন, জমি সংক্রান্ত যে দাখিলের প্রসঙ্গ তুলে তার নাম জড়ানো হয়েছে, সেখানে তিনি (খলিল বেপারী) কোনোভাবেই ওয়ারিশ নন। পাশাপাশি আনোয়ার শেখের আর্থিক উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং প্রশাসনের কাছে এ বিষয়ে তদন্ত দাবি করেন।
উল্লেখ্য, এর আগে, গত বুধবার ২৭ আগস্ট রাজৈর উপজেলা সদরে সংবাদ সম্মেলন করেন আনোয়ার শেখ ও তার স্ত্রী আসমা বেগম। সেখানে তারা অভিযোগ করেন— বিল্লাল শেখ, জাকির হোসেন ও তাদের মামা খলিল বেপারীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের বৈধভাবে ক্রয়কৃত ৮.১৫ শতাংশ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।
এদিকে পাল্টাপাল্টি অভিযোগকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।