রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
প্রশ্নের জালে আটকে সাংবাদিককে টাকার প্রস্তাব: মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হামলা-ভাংচুর, আহত-১, গরুসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ রাজৈরে এক মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১১ ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাত দলের ১৩ সদস্য গ্রেপ্তার, ট্রাক উদ্ধার মাদারীপুরের ৫উপজেলায় ৪৪১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা ইতালিতে ব্যাগের মধ্যে থেকে বাংলাদেশি যুবকের টুকরো মরদেহ উদ্ধার, গ্রামে শোকের মাতম মাদারীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রাজৈরে পৌরসভা ও শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে দুদকের অভিযান একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই মাদারীপুরের রাজৈরে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রাজৈরে জমির বিরোধ নিয়ে  পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই

একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই

IMG_7752

আকাশ আহম্মেদ সোহেলঃ একই সঙ্গে বাংলাদেশি মাদ্রাসা থেকে কুরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই। মাদ্রাসা থেকে পেয়েছেন হাফেজ মর্যাদার পাগড়ি টুপি। স্বপ্ন পূরণে আরব দেশ মিশরে পড়িয়ে মাওলানা বানাতে চান ইতালি প্রবাসী বাবা।
মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসাথেকে একই সঙ্গে ৩০ পাড়া কুরআনের হাফেজ হয়েছেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জোহরের নামাজের পর জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা মসজিদের ভিতরে তাদের হাফেজ মর্যাদার পাগড়ি পড়িয়ে দেন মাদরাসার প্রধান শিক্ষক মুফতী রেজাউল ইসলাম। এসময় তাদের গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো। হাফেজদের বাবা ইতালি প্রবাসী মামুন হাওলাদারসহ স্থানীয় আলেমগণ উপস্থিত ছিলেন।হাফেজ আব্দুর রহমান ও হাফেজ আব্দুর রহিম মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী মামুন হাওলাদারের ছেলে এবং দুজনেই ইতালির নাগরিক।

মাদরাসা ও পারিবারের সদস্যরা জানায়, দীর্ঘ ২৩ বছর যাবত ইউরোপের দেশ ইতালিতে থেকে কাজ করেন মামুন হাওলাদার। পরে স্ত্রীকেও নিয়ে যান ইতালিতে। সেখানেই মামুন ও তানিয়া দম্পতির সংসার আলোকিত করে জন্ম নেয় আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)। তারা জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও দুই ছেলেকে মাওলানা বানানোর স্বপ্ন দেখেন মামুন। কিন্তু ইতালিতে কোন মাদ্রাসা না থাকায় ইচ্ছা পূরণ করতে দুই ছেলেকে নিয়ে আসেন নিজ জেলা মাদারীপুরে। ভর্তি করে দেন জেলার রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার ঐতিহ্যবাহী বড় মাদরাসা খ্যাত ‘জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসায়’। এই মাদরাসা থেকে একই সঙ্গে কুরআনের ৩০ পাড়া মুখস্থ করে কুরআনের হাফেজ হয়েছেন আব্দুর রহমান ও আব্দুর রহিম।

ইতালি প্রবাসী মামুন হাওলাদার জানান, আমার দুই ছেলে আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩) ইতালিতে জন্মগ্রহণ করেছে। সেই সুবাদে জন্মসূত্রে তারা ইতালির নাগরিক। আমরা পুরো পরিবার ইতালিতে বসবাস করি। কিন্তু আমার স্বপ্ন দুই ছেলেকে মাওলানা বানাবো। তাই দেশে এনে মাদ্রাসায় ভর্তি করেছিলাম। আজ আমার দুই ছেলে হাফেজ হয়েছে। এতে আমি খুব খুশি। ওদের শিগগিরই আবার ইতালি নিয়ে যাবো এবং মিশরে মাওলানা পড়তে পাঠাবো। আমার স্বপ্ন ও ইচ্ছা ওরা দুই ভাই বড় মাওলানা হবে। 

 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক