মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে। নিহতরা হল মাদারীপুর সদর উপজেলার চর ঘুনসি গ্রামের মৃত নবাব আলী মুন্সীর ছেলে হোসেন আলী মুন্সী (৬০) এবং মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬৫)। শনিবার সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঁঠালিয়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঁঠালিয়া ব্রীজের কাছে রাজৈর থেকে ইশিবপুরগামী একটি ট্রাকের (সিলেট ড-১১-৩৫৩৬) সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকের যাত্রী হোসেন আলী মুন্সী ও ধলু হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয়।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।