মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
প্রশ্নের জালে আটকে সাংবাদিককে টাকার প্রস্তাব: মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হামলা-ভাংচুর, আহত-১, গরুসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ রাজৈরে এক মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১১ ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাত দলের ১৩ সদস্য গ্রেপ্তার, ট্রাক উদ্ধার মাদারীপুরের ৫উপজেলায় ৪৪১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা ইতালিতে ব্যাগের মধ্যে থেকে বাংলাদেশি যুবকের টুকরো মরদেহ উদ্ধার, গ্রামে শোকের মাতম মাদারীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রাজৈরে পৌরসভা ও শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে দুদকের অভিযান একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই মাদারীপুরের রাজৈরে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রাজৈরে জমির বিরোধ নিয়ে  পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/২০২৬ আওয়ামী লীগের ঘাঁটিতে গণসংযোগ,সভা,সমাবেশনিয়ে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুর-২ আসনের বিএনপি,জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/২০২৬ আওয়ামী লীগের ঘাঁটিতে গণসংযোগ,সভা,সমাবেশনিয়ে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুর-২ আসনের বিএনপি,জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা

photo-output

নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ মাদারীপুর-২ আসন আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত হলেওসরকার পতনের পর নেতা-কর্মীরা গা ঢাকা দেওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠে নেই আওয়ামী লীগের কোন নেতা কর্মী রাজনৈতিক মাঠে সরব রয়েছে বিএনপি জামায়াত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দলের সম্ভাব্য প্রার্থীরাঈদের লম্বা ছুটিতে ইউনিয়ন,পৌর এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগকরছেন। নিজ নিজ সমর্থকদের বাইরে অনেক ভোটারকে কাছে টানার চেষ্টাকরছেন দল দুইটি মাঠ চষে বেড়াচ্ছেন এক স্বতন্ত্র  প্রার্থীনিবন্ধনের জন‌্য আবেদকৃত নতুন দলগুলোর প্রচার–প্রচারনা এখনও চোখে পড়েনি।তবে তাদেরও মাঠে ময়দানে দেখা যাবে বলে অভিমত প্রকাশ করেন এ আসনের জনগন

মাদারীপুর সদরের ১০টি ইউনিয়ন,১টি পৌরসভা ও রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মাদারীপুর-২ আসন গঠিত। আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত মাদারীপুর-২ আসনে সাবেক নৌপরিবহন মন্ত্রীশাজাহান খান আটবার এমপি নির্বাচিত হয়েছেন আটবারের মধ্যে একবার শাজাহান খান স্বতন্ত্র এবং বাকি ৭বার আওয়ামী লীগের টিকিটেনৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ অনেক নেতা কর্মী কারাগারে রয়েছেন। আবার অনেকে গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিয়েছেন। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী এবারের দুইটি ঈদে কর্মী সমর্থকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়নি। মাদারীপুর-২ ( মাদারীপুররাজৈর ) আসনে বিএনপি জামায়াতের নেতা কর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। তবে দলের চূড়ান্ত মনোনয়ন পেতে দলীয় হাই কমান্ডের সাথে যোগযোগ রাখছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা । মাঠের নেতা কর্মীদের সাথে সার্বক্ষণিক সভা-সমাবেশ,মিছিল-মিটিং থেকে শুরু করেপ্রতিটি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে যোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। দলকে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন কর্মী সমাবেশ কমিটি গঠন করছেন জেলা বিএনপি। ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের মন জয় করতে ছুটে যাচ্ছেন তাদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন মনোনয়ন দৌড়ে কর্ম তৎপরতা বেড়েছে মাদারীপুর-২ আসনের বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন জাতীয়তাবাদী দলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি হেলেন জেরিন খান, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোঃ জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী  মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য,সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার শহীদুল ইসলাম খান,মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ। ছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক হিমেল আল ইমরান রয়েছেন গণসংযোগ।

মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড.মোঃ জাফর আলী  মিয়া ১৯৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বিএনপি মাদারীপুর সদর পৌরসভা কমিটির সাধারন সম্পাদক,সভাপতি,মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহবায়কের দ্বায়িত্ব পালন করছেন।তিনি মাদারীপুর জেলা আইনজীবি সমিতির চারবারের সাধারন সম্পাদক ও একবার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এ‌ড.মোঃ জাফর আলী মিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে তার নির্বাচনী এলাকায় গণসংযোগসহ দলকে সংগঠিত করতে ইউনিট কমিটি করার জন্য তৃণমূল পর্যায়ে কাজ করছেন। দল তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী।

মাদারীপুর জেলা বিএনপির সদসস্য সচিব জাহান্দার আলী জাহান ১৯৭৯ সাল থেকে ৯৩ সাল পর্যন্ত ছাত্রদলের কলেজ কমিটি,পৌসসভা কমিটি,থানা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন ১৯৮১-৮২সেশনে সরকারী নাজিমউদ্দিন কলেজের ছাত্র-ছাত্রী সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন। জেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক হিসাবে ২বার দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা বিএনপির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। তিনি মাদারীপুর-২ আসনেবিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছেন। তার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন,পৌরসভা ও উপজেলায় কর্মী সভা,মতবিনিময় সভা ও গনসংযোগ করছেন। দলের তৃণমুলের  একজন কর্মী হিসাবে দল তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদী।

ইডেন কলেজের সাবেক ভিপি,সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে গণসংযোগসহ সভা-সমাবেশ করে চলছেন। তিনি মাদারীপুর-২ আসনে একবার বিএনপির টিকিটে এমপি নির্বাচন করেছেন। তিনি আশাবাদী দল তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচিত হবেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক এই মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল ইনশাল্লাহ আগামী নির্বাচনে সৎ যোগ্যযারা বাংলাদেশের উন্নয়ন করবে সে সমস্ত নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐকক্য ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব,মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র মিল্টন বৈদ্য ২০১৪ সালে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করেন ও ২০১৮ সালে বিএনপির মনোনীত এমপি প্রার্থী হয়ে মাদারীপুর-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেন।তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে কেন্দ্র ও মাদারীপুরে মাঠে ছিলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে তার নির্বাচনী এলাকায় তিনি নিয়মিত গণসংযোগ, সভা,সমাবেশ,মিছিল,মিটিং করছেন। তিনি আশাবাদী যেহেতু বিএনপির দুর্দিনে একজন কর্মী হিসাবে দেশ নায়ক তারেক রহমানের একজন কর্মী হিসাবে মাঠে ছিলেন,সেকারণে দল তাকে মনোনয়ন দিবেন। গণসংযোগে তৃণমুলে যে সাড়া তিনি পেয়েছেন,দল তাকে মনোনয়ন দিলে তাতে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদী।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ স্কুল জীবন থেকে শুরু করে জাতীয়তাবাদী ছাত্রদল মাদারীপুর জেলা শাখার সিনিয়র সহ-সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল মাদারীপুর জেলা শাখার সাবেক ১নং সদস্য, পাঠাগার সম্পাদক, দপ্তর সম্পাদক,জাতীয়তাবাদী ছাত্রদল মাদারীপুর সদর পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সিনিয়র সহ-সভাপতি ও বাংলা বিভাগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ,সভা  ও সমাবেশ সম্পন্ন করেছেন। তিনি জনগনের ব্যাপক সাড়া পেয়েছেন। দল তাকে মনোনয়ন দিলে তিনি আশাবাদী তিনি বিজয়ী হবেন। তিনি দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করবেন বলে তিনি জানান।

ব্যারিস্টার শহীদুল ইসলাম বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। তিনি বলেন, আওয়ামী সরকার জনগণের ঘাড়ে করের বোঝা চাপিয়েছে। বিদ্যুৎ, গ্যাস, সবকিছুরদাম বেড়েছে আয় বাড়েনি। মানুষ চরম দুর্দশায় ছিল। ভোজরদের ন্যায্যঅধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অবিকার প্রতিষ্ঠা সম্ভব। তারা বলছেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় সাধারণ ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা জনগণের পাশে থেকে শান্তিপূর্ণভাবে পরিবর্তনের পথে হাঁটতে চাই।

তবে আগামী নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই নির্বাচন করবেন বলে জানান বিএনপির আসনের সম্ভাব্য প্রার্থীরা। একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় স্থানীয় বিএনপির নেতা কর্মী, সমর্থক এবং ভোটারদের মাঝে কিছুটা বিভ্রান্তি দেখা দিলেও নেতকর্মীদের অনেকেই বলছেনদল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাই এককভাবে মাঠে থাকবে। ঈদ পরবর্তীসময়ে প্রার্থীরা কিছু এলাকায় ঈদ পুনর্মিলনী গণসংযোগ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র মাওলানা আব্দুস সোবাহান খান ১৯৮১ সালে ছাত্র শিবিরের  রাজনীতিতে যোগদান করেন। তিনি মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্র শিবিরের সভাপতি,মাদারীপুর সদর পৌরসভার ছাত্র শিবিরের সভাপতি,মাদারীপুর জেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক,কেরানীগঞ্জ  উপজেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন১৯৮৮ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করে  প্রথমে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক,সভাপতি ও দীর্ঘ ২৩ বছর মাদারীপুর জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্যের দায়িত্ব পালন করছেন। মাদারীপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে তিনি মিছিল,মিটিং ওলিফলেট বিতরণের মাধ্যমে মাঠে গণসংযোগ করছেন। তিনি বলেন,বিগত১৬ বছর জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছি। যুব সাধারণ জনগণের বিপুল সাড়া পাচ্ছেন এবং সংগঠিক ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে এ আসনে জামায়াতের প্রার্থী নির্বাচিত হবে বলে তিনি আশাবাদী।

মাদারীপুর-২ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন সুবল মজুমদার। ভোটারদের মন জয় করতে

তিনি সভা,সমাবেশ,সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত যোগ দিচ্ছেন। জনগনের ম্যান্ডেট নিয়ে তিনি বিজয়ী হলে তার নির্বাচনী এলাকার জনগনের জন্য ১০ দফা বাস্তবায়ণের চেষ্টা করবেন।

মন্দির,মসজিদ,গীর্জাসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি কাজ করবেন। যুবকদের জন্য কর্ম সংস্থানের ব্যবস্থা করবেন। গ্রাম অঞ্চলের প্রতিটি সড়কের উন্নয়ন করা হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন।  এছাড়াও হাওড় বাওড় জলাশয়ে মৎস্য চাষের ব্যবস্থা করবেন তিনি সুবল মজুমদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। তাতে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন।

মাদারীপুর-২ আসনে বিএনপি জামায়াতের রাজনৈতিক তৎপরতারবিপরীতে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক তৎপরতা দৃশ্যমান নেই। আসনে নতুন নিবন্ধনকৃত অন্য কোনো দলের নেতাকর্মীদের রাজনীতিরমাঠে দেখা যাচ্ছে না। তবে নির্বাচন ঘনিয়ে আসলে হয়তোবিএনপিজামায়াতের বাইরে অন্যদলের তৎপরতাও লক্ষ্য করা যাবে বলে এ আসনের ভোটারদের অভিমত।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক