গ্রেপ্তারকৃত ডাকাতরা হল- রাজৈর উপজেলার আলমদস্তার ইলিয়াস ফকিরের দুই ছেলে বিল্লাল ফকির (৩০) ও হেলাল ফকির (২০), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আলী খানের ছেলে রাজু খান (২৫), রাজৈর পৌরসভার বৌলগ্রামের মৃত বাদল শেখের ছেলে রানা শেখ (২৩)। এদের মধ্যে বিল্লাল ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭ টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া বাকি ৩ জনও একাধিক মামলার আসামি বলে জানায় পুলিশ।মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কাশিনগর এলাকায় ডাকাতি করতে ভাঙ্গা ও মুকসুদপুর সহ বিভিন্ন এলাকা আসে ডাকাত দলের সদস্যরা। মাঝে মধ্যেই ওইখানে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবার রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ার সুযোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে আমরা তথ্য পাই। এসময় সিভিলে একটা মাইক্রো বাস গাড়ি নিয়ে অভিযান চালায় উপপরিদর্শক (এসআই) ফজর আলী, এনায়েত করিম, মোস্তফা ও সহকারী উপপরিদর্শক জাহিদ সহ সঙ্গীয় ফোর্স। পরে ৪ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং আরও ৬-৭ জন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে হাতুড়ি, রড, চাকু ও রশি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।