মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
টুটুল বিশ্বাস: মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শিক্ষক মাওলানা রমিজ উদ্দিন (৩৫)। তিনি রাজৈরের বাজিতপুর সুতারকান্দী নুরানি তাজিমুল কোরআন মাদ্রাসা অ্যান্ড কিন্ডারগার্টেনের শিক্ষক এবং শাফিয়া শরীফ জমাদ্দারবাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রমিজ উদ্দিন ফরিদপুর জেলার শালতা উপজেলার বর খাটদিয়া গ্রামের নুরুল হক ঠাকুরের ছেলে।
জানা যায়, ওই মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র আরিয়ান জমাদ্দার (১২)-কে কৌশলে বলাৎকার করেন রমিজ উদ্দিন। ভুক্তভোগী আরিয়ান স্থানীয় আমগ্রাম পীরের বাড়ির টেইলার্স আজিজুল হকের ছেলে।
এ ঘটনায় শিশুটির বাবা আজিজুল হক থানায় অভিযোগ করলে বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজৈর থানার পুলিশ শিক্ষক মাওলানা রমিজ উদ্দিনকে আটক করে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।